1. chilokuthighs@gmail.com : admin :
September 18, 2024, 12:55 pm

প্রতিষ্ঠার ইহিতাস

  • আপডেট সময় : Friday, October 20, 2023

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলাধীন চিলোকূট উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এলাকার গন্যমান্য ও বিদ্যানুরাগী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে ০৪/১১/১৯৯৪ ইং তারিখে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
পীর মাশায়েখ, আলেম উলামা ও বিশিষ্ট জনদের বসবাস এই গ্রামে। আশে পাশের গ্রামগুলোর তুলনায় চিলোকূট গ্রামটি একটি আদর্শ গ্রাম। শিক্ষা-দীক্ষা ও আচার অনুষ্ঠান সহ সামাজিক কর্মকান্ডে এই গ্রামটি তুলনাহীন। তাই অত্র গ্রামের বিশিষ্টজন ও দানবীরগন গ্রামের নামেই প্রতিষ্ঠানটির নাম “চিলোকূট উচ্চ বিদ্যালয়” নামকরন করেন।
বর্তমানে অত্র এলাকায় শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটির ভূমিকা অনন্য।

অনুমতি ও স্বীকৃতি ঃ প্রতিষ্ঠানটি ০১/০১/ ১৯৯৫ইং তারিখ হতে নিম্ন মাধ্যমিক এবং ২৮/০৩/২০০১ইং তারিখ হতে হতে মাধ্যমিক হিসেবে স্বীকৃতি লাভ করে। মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা খোলার অনুমতি ০১/০১/২০০২ হতে প্রাপ্ত। প্রতিষ্ঠানটিতে নিয়মিত পরিচালনা কমিটি রয়েছে।

এমপিও ভূক্তি সংক্রান্ত তথ্য ঃ প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৯৭ ইং তারিখ হতে নিম্ন মাধ্যমিক এবং ২৮/০৩/২০০১ ইং তারিখ হতে মাধ্যমিক হিসেবে এমপিও ভূক্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © চিলোকূট উচ্চ বিদ্যালয়
Customized By Gausul Azam IT